পুকুরিয়া প্রবাসি কল্যান সোসাইটি

লক্ষ্য ও উদ্দেশ্য

  • 29-Aug-2024

  


 

১.    ব্যক্তিগতভাবে সদস্যগণকে এবং সমষ্টিগত ভাবে অত্র সোসাইটি’কে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সদস্যগণকে নিয়মিত সঞ্চয় ও ক্ষুদ্র ক্ষুদ্র সম্পদ সংগ্রহের মাধ্যমে মূলধণ গঠন ও মূলধনের সঠিক ব্যবহার করে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা।

২.    সদস্যগণদের সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা, সোসাইটি ও সদস্যগণকে স্বাবলম্বী করা।

৩.    কইসলামি শ’রীয়া মোতাবেক এবং বাংলাদেশ সরকারের যে কোন অনুমোদিত ব্যবসা পরিচালনা করা। 

 

উলেস্নখিত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে অত্র সোসাইটি নিন্ম লিখিত কার্যাবলি পরিচালনা করিবে;

 

১.    ব্যবসায় মুনাফা অর্জনের লক্ষ্যে জমি, কারখানা, স্থাবর/অস্থাবর সম্পত্তি ক্রয় করা।
২.    আবাসিক সমস্যা সমাধানের লক্ষ্যে পস্নট ক্রয়, ফ্ল্যাট/বাড়ী তৈরি করে তাহা বিক্রি উপযোগী করা।
৩.    ব্যবসার সুবিধার্থে মার্কেট বা দোকান স্থাপন করা।
৪.    মৎস খামার, গবাদি পশু, হাঁস-মূরগী, পানি সরবরাহ করা, বৃক্ষ রোপন প্রক্রিয়া, কৃষিজাত মূলক পণ্য উৎপাদন করা।
৫.    আমদানী/রপ্তানী ব্যবসা পরিচালনা করা।
৬.    সহজেই স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও গ্রহনের লক্ষ্যে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করা।
৭.    কর্ম সংস্থানের লক্ষ্যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা সহ ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।
৮.    মুনাফার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সহজ কিস্তিতে ক্রয়-বিক্রয় করা।
৯.    সোসাইটি’র বিধিমালার আওতায় যে কোন কার্য পরিচালনা করা।

 

Share this:

Copyright @.Designed By Peart Technology Ltd.